দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকারি রেশনের ব্যাগে ছাপা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই ব্যাগ কিনতে সরকারি কোষাগার থেকে খরচ হচ্ছে প্রায় ১৫ কোটি টাকা। তথ্যের অধিকার আইনে (আরটিআই) করা এক প্রশ্নের জবাবে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে সরকারের কাছে প্রশ্ন করেছিলেন তথ্যের অধিকার কর্মী অজয় বসু।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেওয়া সামগ্রী সরবরাহের জন্য বেসরকারি সংস্থার থেকে এই ব্যাগ কেনার বিষয়টি জানিয়েছে এফসিআই-এর পাঁচটি রাজ্যের আঞ্চলিক দফতর। মোদীকে নিশানা করে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, ‘‘উনি কোনও সুযোগই হাতছাড়া করেন না। মোদীর ছবি ছাপা ব্যাগ কেনার জন্য ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) ১৫ কোটি টাকা খরচ করছে, এটা একটা কলঙ্কিত অধ্যায়।’’