Saturday, September 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নিজামুদ্দিন কাণ্ডের পর মুসলিম নির্যাতন বেড়েছে! উদ্বেগ প্রকাশ করে চিঠি প্রাক্তন আমলাদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে চলছে মুসলিম নির্যাতন, এমনই অভিযোগ তুলে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠালেন প্রাক্তন আমলারা। ১০১ জন প্রাক্তন আমলা সেই চিঠিতে মুসলিম নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পাশাপাশি নিজামুদ্দিন কাণ্ডে সংবাদমাধ্যমের একাংশকে কাঠগড়ায় তুলে তাঁদের অভিযোগ, ‛সংবাদমাধ্যমের একাংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংক্রমণের প্রভাব বাড়ার জন্য মুসলিমদের দোষারোপ করছে। এই ঘটনা অত্যন্ত অসংবেদনশীল আর দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।’

চিঠিতে যে ১০১ জন আমলা সই করেছেন, তাঁদের মধ্যে আছেন, প্রাক্তন ক্যাবিনেট সচিব কেএম চন্দ্রশেখর, প্রাক্তন আইপিএস এস দুলত আর জুলিও রিবেরিও, প্রাক্তন তথ্য ও সম্প্রচার অধিকর্তা বি হাবিবুল্লা, দিল্লির প্রাক্তন উপ-রাজ্যপাল নাজিব জং আর প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি।

মুখ্যমন্ত্রীদের উদ্দেশে আমলাদের বার্তা, ‛সংক্রমণ প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনারা ধর্মনিরেপেক্ষ প্রশাসকের ভূমিকা পালন করুন।’ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের শীর্ষপদে কাজ করা এই আমলারা বলেন, ‛অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি দিল্লির নিজামুদ্দিন সম্মেলনের পর থেকেই মুসলিমদের ওপর নির্যাতন বেড়েছে। তাই প্রশাসক হিসেবে আপনাদের প্রতি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!