দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : স্বামী অগ্নিবেশের মৃত্যু নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন প্রাক্তন সিবিআই-প্রধান নাগেশ্বর রাও। স্বামী অগ্নিবেশের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই ‘গেরুয়া পোশাক পরা হিন্দু-বিরোধী অগ্নিবেশের মৃত্যু আকাঙ্খিত নিষ্কৃতি’ বলে মন্তব্য করে নাগেশ্বর রাও উচ্ছ্বাস প্রকাশ করেন।
একজন আইপিএস অফিসারের এমন আচরণে স্তম্ভিত সমাজের বিভিন্ন অংশের মানুষ। তাঁর মন্তব্য নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তাঁদের কটাক্ষ, একাধিক দুর্নীতিতে জড়িত বিজেপি-ঘনিষ্ঠ নাগেশ্বরের কাছ থেকে এমন মন্তব্যই প্রত্যাশিত। তাঁর এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পুলিশের সংগঠন ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন। একাধিক কর্তার বক্তব্য, নাগেশ্বর রাও পুলিশের উর্দির কলঙ্ক।
গেরুয়াধারী স্বামী অগ্নিবেশ দীর্ঘ কয়েক দশক ধরে মানবাধিকার সংক্রান্ত একাধিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একাধিক ঘটনায় দীর্ঘ দিন ধরেই অন্য বহু সমাজকর্মীর মতোই বিজেপি নেতৃত্বের নিশানায় ছিলেন তিনি। বছর দুয়েক আগে ঝাড়খণ্ডে বিজেপির যুব মোর্চার কর্মীদের হাতে প্রহৃত হন। সে সময় তাঁর লিভারে গুরুতর আঘাত লাগে। শেষ পর্যন্ত লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।