Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

উলুবেড়িয়ায় জমে উঠেছে বিনামূল্যের বস্ত্রালয়, পছন্দমতো জামাকাপড় নিয়ে যাচ্ছেন গরীব-দুঃখীরা

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া, ০৬ জানুয়ারি: গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া স্টেশন চত্বরের দোকানগুলোতে গরম কাপড়ের বেচাকেনাও জমে উঠেছে। উচ্চবিত্তরা বড় বড় শপিংমল, বস্ত্রালয় থেকে গরম কাপড় কিনতে সক্ষম হলেও দরিদ্রদের জন্য সেসব আভিজাত্য ছাড়া কিছুই না। এমতাবস্থায় সেই গরীব-দুঃখীদের জন্য বিনামূল্যের বস্ত্রালয় খুলল সোসাইটি ফর ব্রাইট ফিউচার বা এসবিএফ। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন-পুরাতন জামাকাপড় সংগ্রহ করে তিনদিনের এই বিনামূল্যের বস্ত্রালয় খুলেছে সংস্থাটি।

বুধবার থেকে উলুবেড়িয়ার বাজারপাড়ায় এই বস্ত্রালয় উদ্বোধন করা হয়। এসবিএফ-এর পক্ষে সেখ আরিফুল্লাহ জানান, “আমরা দেখছি শীতে কাতর হয়ে অসহায় অবস্থায় দিনযাপন করছেন অসহায় মানুষজন। তাঁদের জন্য নতুন জামাকাপড় কিনে দেওয়ার সামর্থ্য আমাদের না থাকলেও, বাড়িতে পড়ে থাকা প্রায় নতুন জামাকাপড় জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের ভলান্টিয়াররা সংগ্রহ করেছেন। সেই জামাকাপড় গরীব-দুঃখীরা পছন্দ করে নিয়ে যাচ্ছেন। তাঁদের মুখে হাঁসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।”

বাজারপাড়া এলাকার স্থানীয়রা এসবিএফ-এর এই কাজকে আরও বেশি বেশি করে করার আহ্বান জানিয়েছেন। তাঁদের কথায়, আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা যদি এসবিএফকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে অনেক গরীব মানুষ এই ঠাণ্ডার হাত থেকে রেহাই পাবেন। সহযোগিতার কথা বলতে গিয়ে সেখ আরিফুল্লাহ জানান, “ইন্টারনেটে এসবিএফ সার্চ করলেই আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি, ভিডিও দেখা যাবে। আমাদের সহযোগিতা করতে চাইলে ওয়েবসাইটেই নম্বর পেয়ে যাবেন।”

Leave a Reply

error: Content is protected !!