দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তীব্র ও কট্টর ইসলাম বিদ্বেষী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। তিনি ইতিমধ্যেই সাতদিনের জন্য আইসোলেশনে চলে গেছেন। গুরুত্বপূর্ণ কাজ আইসোলেশনে থেকেই করবেন বলে জানা গেছে। করোনার প্রাথমিক উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। রিপোর্ট আসার পরই জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপরই নিয়ম অনুযায়ী আইসোলেশনে চলে গেছেন ফরাসি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, কিছুদিন আগেই নবী মহম্মদের ( সাঃ) প্রতীকী কাটুন নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। এর পরেই মুসলিম বিশ্ব ফ্রান্সকে বয়কটের ডাক দেয়। অবশেষে কোনঠাসা হয়ে ক্ষমা ভিক্ষা চান তিনি।