দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মালদার চাঁচলে বিজেপি কর্মীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সকালে মালদহের চাঁচল থানা পাড়ার ঘটনাকে ঘিরে রীতিমতো চাঁচলের রাজনৈতিক পারদ আরও চরমে উঠে গেল। বিজেপি সূত্রে খবর, থানা পাড়ার শিব শংকর দাস একজন সক্রিয় বিজেপি কর্মী। তার বাড়ি থেকে দুটি তাজা বোমা উদ্ধারে শাসকদলের দিকে অভিযোগে আঙ্গুল তুলেছে বিজেপি।
শিবশঙ্করের স্ত্রী প্রিয়া দাস অভিযোগ করে বলেন, পাড়ায় কারোও সাথে পুরোনো বিবাদ নেই। তবে এটা শাসকদলের চক্রান্ত হতে পারে বলে তিনি মনে করছেন। গোটা ঘটনায় উত্তপ্ত চাঁচলের রাজনৈতিক মহল। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করেছে এবং কে বোমা রাখলো পুলিশ তা তদন্ত শুরু করেছে।
এদিকে বোমা উদ্ধারকে ঘিরে চাঁচলে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তর্জা। মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম বলেন, চাঁচলে ভাতৃত্বের সম্পর্ক বজায় ছিল। ইতিমধ্যে দুবছর ধরে এলাকায় বিজেপির প্রভাব পড়ায় যেন তা ক্ষুণ্ন হচ্ছে। মাস খানেক আগে বিজেপির ধরনা মঞ্চ ভেঙেছিল ওরা। মূলত নানান কর্মসূচিতে বাধার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। নাম না করেই শাসক দলের বিরুদ্ধে বেসুরো হয়ে বলেন দীপঙ্কর রাম। তিনি আরও বলেন, চাঁচল সদরের বাজার পাড়া ও থানা পাড়া একটা গেরুয়া গড়। বাসিন্দাদের ভয় দেখানোর জন্যই তারা এসব করছে।