Thursday, March 28, 2024
দেশফিচার নিউজ

বোনদের ভাইফোঁটার উপহার দিলেন কেজরিওয়াল! দিল্লির মহিলারা বাসে চাপবেন ফ্রিতে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লিতে আজ থেকে বাস্তবায়িত হল মহিলাদের জন্য গোলাপি টিকিট দেওয়ার ব্যবস্থা। এইবার থেকে বাসে চাপলে টিকিট লাগবে না মহিলাদের। নয়ডা এনসিআর এবং বিমানবন্দর এলাকাতেও রাজ্য আপরিবহন সংস্থার যে সমস্ত বাস চলে সেখানেও টিকিট লাগবে না মহিলাদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। ভাইফোঁটার বিশেষ দিন থেকে তা চালুও করে দেওয়া হল।

এবিষয়ে কেজরিওয়াল একটি ট্যুইট করে লিখেছেন, ‛মহিলাদের অগ্রগতি হলে তবেই দেশের অগ্রগতি সম্ভব। এটা ভাইয়ের তরফ থেকে ভাইফোঁটার উপহার।’ রাজ্য পরিবহণ সংস্থার ৫৫ হাজার বাসে এই এই সুবিধা পাবেন রাজধানীর মহিলারা। শুধু তাই নয়, মহিলাদের নিরাপত্তার স্বার্থে রাজ্য পরিবহণ নিগমের বাসগুলিতে ৩ হাজার ৪০০জন মার্শাল নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!