দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফল। প্রকাশিত ফলাফলে ফাজিলে যুগ্মভাবে প্রথম হয়েছে ফুরফুরার উজায়ের সিদ্দিকী ও আবুবকার দালাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫৫৪। তারা দুজনেই ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র। প্রথম দশের পাঁচজনই এই মাদ্রাসার ছাত্র।
উজায়ের প্রথম স্থান অধিকার করার পর সোশ্যাল সাইটে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, চ্যালেঞ্জ করেই মাদ্রাসা বোর্ডে প্ৰথম উজায়ের সিদ্দিকী। ২ বছর আগে সহপাঠীর ডায়েরিতে সে লিখেছিল, ‛আমি মোঃ উজায়ের সিদ্দিকী সজ্ঞানে চ্যালেঞ্জ করলাম, আমার ফাজেল সেন্টার পরীক্ষায় ফুরফুরা সিনিয়র মাদ্রাসার সমস্ত ছাত্রের থেকে নাম্বার বেশি তুলব।’ ডায়েরিতে উজায়ের সিদ্দিকীর সাক্ষরও রয়েছে।
জানা যায়, উজায়ের-এর সঙ্গে যুগ্মভাবে প্রথম আবুবকার দালাল আলিমে প্রথম স্থান অধিকার করলেও উজায়ের সিদ্দিকী প্রথম দশে জায়গা করতে পারেনি। তাই ২০১৭ সালে সে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করেছিল, ফাজিল পরীক্ষায় ফুরফুরা মাদ্রাসার সমস্ত ছাত্রদের থেকে বেশি নম্বর তুলবে। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পরে দেখা গেল শুধু নিজের মাদ্রাসারই নয় রাজ্যের সমস্ত মাদ্রাসার ছাত্রদের থেকেও সে বেশি নম্বর তুলেছে।