Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛গান্ধীজি একজন কট্টর হিন্দু ছিলেন, আর তিনি হিন্দু হিসেবে গর্ববোধ করতেন’ : ভাগবত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গান্ধীজি একজন কট্টর হিন্দু ছিলেন বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শিক্ষাবিদ জগমোহন সিং রাজপুরের মহাত্মা গান্ধীর জীবন দর্শনের ওপর লিখিত বই ‘গান্ধীকে বোঝার এটাই সময়’ নামক একটি পুস্তকের উদ্বোধনীতে গিয়ে ভাগবত বলেন, ‛গান্ধীজি অনেকবার বলেছিলেন যে, তিনি কট্টর সনাতনী হিন্দু। আর তিনি এও বলেছিলেন যে, আমি কট্টর সনাতনী হিন্দু বলেই, পূজা পদ্ধতিতে বৈষম্য মানিনা। এজন্যই তিনি বলেছিলেন নিজের শ্রদ্ধা নিয়ে অটল থাক আর অন্যদের শ্রদ্ধা সন্মান জানিয়ে মিলেমিশে থাক।’

ভাগবত আরও বলেন, মহাত্মা গান্ধী এটা বুঝেছিলেন যে, ভারতের ভাগ্য বদলানোর জন্য প্রথমে ভারতকে বুঝতে হবে। আর এরজন্য তিনি বছরের পর বছর ভারত ঘুরেছিলেন। মোহন ভাগবত বলেন, এটা সত্যি যে, মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারত এখনও তৈরি হয়নি। কিন্তু গোটা দেশ ঘুরে আমি এটা বলতে পারি যে, এবার গান্ধিজির স্বপ্নের ভারত হওয়া শুরু হয়েছে।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!