Latest Newsদেশফিচার নিউজ

দিল্লির দূষণ রোধে ডাকা বৈঠকে গরহাজির সাংসদ গম্ভীর! পড়ল নিখোঁজ পোস্টার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির দূষণ রোধে ডাকা সংসদীয় কমিটির বৈঠকে এলেন না পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সেই সময় ইন্দোরে খোশমেজাজে দেখা গিয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গম্ভীরকে। এ দিন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে উপস্থিত থাকতে ইন্দোরে ছিলেন গম্ভীর। টিভি ফুটেজে মাঠে প্রাক্তন সতীর্থ ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে হাসিঠাট্টায় মেতে থাকতে দেখা গিয়েছে তাঁকে।

গম্ভীরের এহেন কর্মকাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা। ট্যুইটারে তাঁরা গম্ভীরকে নিয়ে জোরালো সমালোচনা শুরু করেছেন। অন্যদিকে গম্ভীর নিখোঁজ, এ মর্মে পোস্টারও পড়েছে। আম আদমি পার্টির তরফে গম্ভীরের ছবি শেয়ার করে কটাক্ষ করা হয়েছে, ‛দিল্লির শ্বাসরোধ হচ্ছে আর গম্ভীর ইন্দোরে ফূর্তি করতে ব্যস্ত।’ গম্ভীর ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন বেশিরভাগ কর্তা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!