Thursday, April 25, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

গ্রামীণ হাওড়ায় গার্লস কলেজ স্থাপন করতে হবে, দাবি এসআইও হাওড়া জেলা শাখার

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হাওড়া : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যে নির্বাচন কমিশন আট দফায় ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষনা করেছে। নির্বাচনের প্রাক্কালে রাজ্যের ছাত্র-যুবদের পক্ষ থেকে উঠে আসা দাবি নিয়ে স্টুডেন্টস্ ম্যানিফেস্টো প্রকাশ করেছে স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, বেকারত্ব, মানবাধিকার লঙ্ঘন, করোনা পরবর্তী সময়ের দাবি এই ম্যানিফেস্টোতে স্থান পেয়েছে। হাওড়া জেলার কিছু সমস্যা তুলে ধরে আবার সেই স্টুডেন্টস্ ম্যানিফেস্টো প্রকাশ করল এসআইও হাওড়া জেলা শাখা।

এই প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি জিয়াউল হুদা বলেন, “আমাদের জেলায় নানা সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হল গার্লস কলেজ। শহর কেন্দ্রিক একটি গার্লস কলেজ থাকলেও, গ্রামীণ হাওড়ায় একটিও গার্লস কলেজ নেই। স্টুডেন্টস্ ম্যানিফেস্টোর মাধ্যমে আমরা বিভিন্ন দলের প্রার্থীদের এবিষয়ে আলোচনার আহ্বান জানাব। তিনি আরও বলেন, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দূষিত জেলার তালিকায় হাওড়া জেলা অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১২ সালের তথ্যানুযায়ী, সারা পৃথিবীতে ২৩ শতাংশ মৃত্যুর কারণ পরিবেশ দূষণ। হাওড়ার বিভিন্ন জায়গায়, যেমন ধুলাগড়, বাগনান, উলুবেড়িয়া, টিকিয়াপাড়া, লিলুয়ায় দ্রুতগতিতে শিল্পবিকাশের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ দূষণ রোধে সরকার যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, আমরা সেই দাবিও জানাচ্ছি।” এছাড়া ধুলাগড়ের বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত ছাত্রদের ১২ ঘন্টার বদলে ৮ ঘন্টা কাজ করানোর দাবিও তোলেন জিয়াউল হুদা।

উল্লেখ্য যে, এনআরসি, ইউএপিএ এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মত বিষয়ও স্থান পেয়েছে এই ম্যানিফেস্টোতে। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি তুলেছে সংগঠন। এদিন এসআইও পশ্চিমবঙ্গ শাখার পাবলিক রিলেশন সেক্রেটারি ইমরান হোসেন বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচন অবশ্যই ইস্যু ভিত্তিক হতে হবে। ধর্মীয় ভেদাভেদের উপর রাজনীতি করা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।” তিনিও সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

error: Content is protected !!