দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি বিহার নির্বাচনী ইস্তেহারে বলেছে যে এবারও যদি তাদের জোট সরকার জয়ী হয় তবে বিনামূল্যে টিকা দেবে। বিজেপির টিকা–প্রতিশ্রুতি ঘিরে রাজনৈতিক তরজা চলছেই। এবার এই ইস্যুতে ফের বিজেপিকে বিঁধল শিবসেনা। সাংসদ সঞ্জয় রাউত সুভাষ চন্দ্র বসুর উক্তি–প্রসঙ্গ তুলে বলেন, ‘একসময়ে শোনা যেত, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন শোনা যায়, তোমরা আমায় ভোট দাও, আমি তোমাদের ভ্যাকসিন দেব।’