দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্বাচনের সময় উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠে কেন্দ্রীয় মন্দ্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে। ‘গোলি মারো… স্লোগান দিয়েও এখন পর্যন্ত তিনি মুক্ত বাতাসে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। সেই সময় থেকে এখন পর্যন্ত মাঝে কেটে গেছে কয়েক মাস। অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ঘুরিয়ে বলা হল মোদী সরকার না চাইলে কোনো এফআইআর নয়। সিপিএম নেত্রী বৃন্দা কারাতের অভিযোগ খারিজ করে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট।
অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজা বলেন, ‘কেন্দ্রের অনুমতি না নিলে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না।’ প্রচারে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি সাংসদ প্রবেশ বর্মার বিরুদ্ধে থানায় অভিযোগ পত্র জমা দিয়েছিলেন বৃন্দা কারাত। কিন্তু পার্লামেন্ট স্ট্রিট থানার পক্ষ থেকে কোনও উত্তর পাননি তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে জানুয়ারিতে শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী স্লোগান তুলেছিলেন ‘গোলি মারো...’। জনতার চিৎকার ‘সাঁলো কো...’। সিপিএম নেত্রীর অভিযোগ, ‘ঠাকুর এবং বর্মার উস্কানিমূলক স্লোগানের জেরেই দিল্লির দু’টি প্রতিবাদমঞ্চে গুলি চলেছে।’
বৃন্দা কারাতের অভিযোগ, ক্যা বিরোধী শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধেই তোলা হয়েছিল এই স্লোগান। কী প্রক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে, থানার কমিশনারকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন কারাত এবং কেএম তিওয়ারি। তাও জানানো হয়নি। এখন আদালতের বক্তব্য, ‘অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালানোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের (কেন্দ্র) অনুমতি প্রয়োজন। আইনের চোখে সমর্থনযোগ্য নয় বলেই এই অভিযোগকে খারিজ করা হচ্ছে।’