Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মহরমের শোভাযাত্রায় অনুমতি দিল না সুপ্রিমকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহরমের শোভাযাত্রায় অনুমতি দিল না দেশের শীর্ষ আদালত। মহরমের শোভাযাত্রার অনুমতি দিলে একটি সম্প্রদায়কে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করা হবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করে অনুমতি দিতে অস্বীকার করে সুপ্রিমকোর্ট।

চলতি সপ্তাহের শেষেই মহরম পালিত হওয়ার কথা আছে। সেই উপলক্ষে শোভাযাত্রা বার করার অনুমতি চেয়ে পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু এদিন সেই আর্জি নাকচ করে দেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে।

প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, “আমরা যদি মহরমের শোভাযাত্রা বার করতে অনুমতি দিই, তাহলে নানা সমস্যা সৃষ্টি হবে। কোভিড ১৯ সংক্রমণ ছড়ানোর জন্য একটি বিশেষ সম্প্রদায়কে দায়ী করা হবে।”

মহরমের শোভাযাত্রার অনুমতি চেয়ে যে ব্যক্তি আবেদন করেছিলেন, তাঁর নাম সৈয়দ কালবে জাভেদ। তিনি বলেন, জুন মাসে ওড়িশায় রথযাত্রা উৎসবের অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের শোভাযাত্রারও অনুমতি দেওয়া উচিত।

প্রধান বিচারপতি বলেন, “আপনি পুরীর জগন্নাথের রথযাত্রার কথা উল্লেখ করেছেন। কিন্তু সেই রথ একটি স্থান থেকে বার হয়। একটি রুট ধরে যায়। সেক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারি, রথযাত্রায় ঠিক কতদূর ঝুঁকি আছে। কিন্তু মুশকিল হল, আপনি সারা দেশে মহরমের শোভাযাত্রার অনুমতি চাইছেন।”

 

 

Leave a Reply

error: Content is protected !!