দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমেরিকায় ক্ষমতা পরিবর্তনের সাথেসাথেই ভারতে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আমেরিকার প্রতিষ্ঠিত টাইম ম্যাগাজিন ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে।
টাইম ম্যাগাজিন দাবি করেছে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর থেকে মোদী সরকার মুসলমানদের টার্গেট করছে। এরমধ্যে নয়া নাগরিকত্ব আইন নিয়ে আসা ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া উল্লেখযোগ্য বলে দাবি টাইমের।
ম্যাগাজিনটি একথা নিজেদের ‛বাইডেনের নেতৃত্বে কিভাবে ভারত-আমেরিকা সম্পর্ক বদলাতে পারে’ শীর্ষক একটি প্রবন্ধে উল্লেখ করেছে। টাইম ম্যাগাজিন ভারতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেওয়ারও তীব্র নিন্দা করেছে।