দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকারি জমিতে যত মসজিদ আছে, ক্ষমতায় এলে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে বসলেন দিল্লির বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং ভার্মা। একটি ট্যুইটে তিনি লেখেন, ‘খবর পেয়েছি দিল্লির সরকারি জমিতে মোট ৫৪টি মসজিদ এবং মাদ্রাসা আছে। তার একটি তালিকা তৈরি করে লেফটেন্যান্ট গভর্নরকেও পাঠানো হয়েছে। ক্ষমতায় এলেই সব সরিয়ে দেব।’
শুধু ট্যুইট করেই থেমে থাকেননি তিনি। শনিবার একটি সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দিল্লির বহু সরকারি জমিতে মসজিদ রয়েছে, এমনকি মাদ্রাসাও রয়েছে। দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে ওই মসজিদ এবং মাদ্রাসাগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।’ আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বিজেপি সাংসদের এই বিতর্কিত হুঁশিয়ারি দিল্লি নির্বাচনে কতটা প্রভাব ফেলে, তা সময়ই বলে দেবে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন