দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস সংক্রান্ত ভুয়ো খবর প্রকাশের অভিযোগে ‘দৈনিক সংবাদ’ পত্রিকাকে শো-কজ নোটিশ পাঠাল ত্রিপুরার বিজেপি সরকার। সোমবারের মধ্যে জবাব না দিলে সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেবের সরকারের তরফে।
ওই সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন ও ১৮৯৭ সালের মহামারী রোগ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি নোটিশে উল্লেখ করা হয়। নোটিশের জবাবে দৈনিক সংবাদ পত্রিকার তরফে বলা হয়, জনস্বার্থে সংবাদ পরিবেশন করে রাজ্যবাসীকে সতর্ক করাই সংবাদমাধ্যমের দায়িত্ব। সেই সঙ্গে বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের ৫৪ নম্বর ধারা অনুযায়ী করা ভুয়ো খবর প্রচারের অভিযোগ মিথ্যা।
ত্রিপুরায় সরকারি হাসপাতাল ও সেবাসদনে কোভিড চিকিৎসার যে করুণ ছবি ওই সংবাদপত্রের প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে এবং অতিমারী মোকাবিলা তহবিলের অর্থ তছরুপের অভিযোগ করা হয়েছে, সেই সঙ্গে যে সমস্ত ছবি ছাপানো হয়েছে তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিল করতে প্রকাশক ও সম্পাদককে নির্দেশ দেয় আদালত।