Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘আপনি গুণে দেখেননি, তাই বলছেন কারও মৃত্যু হয়নি’, পরিযায়ী শ্রমিকদের নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার ট্যুইটারে রাহুল লেখেন, ‘‘মোদী সরকার জানেই না লকডাউন পর্বে কতজন পরিযায়ীর মৃত্যু হয়েছে। কতজন কাজ হারিয়েছেন।” এরপর সরকারের উদ্দেশে তিনি লিখেছেন, “তোমরা যদি মৃতের সংখ্যা না জানো, তার মানে কি কেউ মরেনি?”

সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার বলেন, লকডাউনের সময় যে পরিযায়ী শ্রমিকরা মারা গিয়েছেন, তাঁদের ব্যাপারে কোনও তথ্য সরকারের কাছে নেই। তারই প্রেক্ষিতে এ দিন মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল। লকডাউন শুরুর প্রায় পাঁচ মাস পরেও শ্রমিকদের কাজ হারানো ও মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য দিতে না পারায় বিরোধী নেতৃত্ব বিস্ময় প্রকাশ করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!