Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘রাজ্যপাল ‘রক্ত শোষক’, পাগলা কুত্তার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ’, বেনজির আক্রমণ কল্যাণের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘রাজ্যপাল ‘রক্ত শোষক’, পাগলা কুত্তার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ’, তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারির পর জগদীপ ধনকড়কে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ সকালে নারদ-মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এই ঘটনার প্রতিবাদে নিজাম প্যালেসের গেটের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ববিধি ভেঙে চলে প্রতিবাদ।

এরপরই রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেন রাজ্যপাল। লেখেন, ‘রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশ-প্রশাসন নীরব। প্রতি মিনিটে পরিস্থিতি বিস্ফোরক হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত পদক্ষেপ নিতে হবে। টিভিতে দেখছি সিবিআই অফিস লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। দর্শকের ভূমিকায় কলকাতা পুলিশ, দেখে করুণা হচ্ছে।’ এর পাশাপাশি তিনি @MamataOfficial-কে ট্যাগ করে লেখেন, উদ্বেগজনক পরিস্থিতি। সাংবিধানিক নিয়ম ও আইনের শাসন মেনে চলুন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নিক পুলিশ। এই রকম দুঃখজনক পরিস্থিতি তৈরি হতে দেওয়া হচ্ছে। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।

তাঁর এই মন্তব্যের পাল্টা কল্যাণ বলেন, “রাজ্যপালের তরফে এটা নিয়ম বহির্ভূত কাজ। রাজ্যপাল ‘রক্ত শোষক'(ব্লাড সাকার) প্রাণীতে পরিণত হয়েছেন। তৃণমূলের পিছনে লেগেছেন রাজ্যপাল।” পরে তিনি আরও বলেন, “আমরা আইনের পথেই এগোচ্ছি। আমি শুধু আপনাদের একটা কথাই বলব, এই রাজ্যপাল রক্তচোষা। এই রাজ্যপালের এক মিনিটও দায়িত্বে থাকা উচিত নয়, পাগলা কুত্তার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে।”

 

Leave a Reply

error: Content is protected !!