দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বুধবার গুজরাত সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী আপতত গৃহবন্দি থাকবেন। কংগ্রেস বিধায়ক ইমরান খেডাওয়ালা করোনায় আক্রান্ত হওয়ায় গুজরাত প্রশাসনে চূড়ান্ত উদ্বেগ তৈরি হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছিলেন ওই কংগ্রেস বিধায়ক।
ওই বৈঠকে উপমুখ্যমন্ত্রী অনিল পাতিল-সহ আরও ছ’জন ছিলেন। প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের সচিব বলেছেন, এই সময়ে বাইরের কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না। তবে ভিডিও কনফারেন্স এবং ফোনের মাধ্যমে তিনি সমস্ত প্রশাসনিক কাজে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন