Sunday, December 4, 2022
Latest Newsফিচার নিউজরাজ্য

অভিষেকের বৈঠক চলাকালীন চলল গুলি, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক চলাকালীন আচমকা গুলির আওয়াজ! মঙ্গলবার ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনিক বৈঠকের আয়োজন হয়েছিল স্থানীয় রবীন্দ্র ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক নন, ছিলেন জেলাশাসক থেকে পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকেরা। বৈঠক যেখানে হচ্ছিল তার খুব কাছেই ওই গুলি চলে বলে খবর। এই ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্ত, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।

Leave a Reply

error: Content is protected !!