Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

২৬/১১-র অভিযুক্ত কাসভকে চিনিয়েছিলেন! ফুটপাথে না-খাওয়া অবস্থায় দিন কাটছে সেই বৃদ্ধের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একটা সময় তিনিই চিনিয়ে দিয়েছিলেন ২৬/১১ হামলার মূল অভিযুক্ত আজমল কাসভকে। কিন্তু এখন আর কেউ চেনে না তাঁকে। বয়সের ভারে স্মৃতিও কমজোর হয়েছে, পরিবারও তাঁকে চায় না। ফলে সংক্রমণের আশঙ্কা ছড়ানোর এই ভয়াবহ সময়েও ফুটপাথে পড়ে থাকতে হচ্ছে তাঁকে। এই অবস্থায় একটি দোকানের মালিক তাঁকে উদ্ধার করেছেন৷

উদ্ধারকারী দোকানদার ডিন ডি সুজা জানাচ্ছেন, হরিশচন্দ্র খেতে না পেয়ে শরীরে অবস্থা আশঙ্কাজনক৷ কী ভাবে বাঁচবেন, বুঝতে পারছি না৷ ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, কাসভ এলোপাথাড়ি গুলি চালিয়েছিল তাজ হোটেলে ঢোকার আগে৷ হরিশচন্দ্র কাসবকে ব্যাগ দিয়ে মারতে গিয়েছিল৷ তখনই গুলি লাগে৷ আপাতত একটি স্বেচ্ছাসেবী সংস্থা হরিশচন্দ্রকে আশ্রয় দিয়েছে৷

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!