দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভারতে পায় ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে হার্লে ডেভিডসন। এদেশে সংস্থাটির একটি কারখানা ও ৩৩টি শোরুম রয়েছে। এদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ফলে, শোরুম গুলোও বন্ধের পথে বলে খবর। এবং এর ফলে কাজ হারাতে পারে ৭০ হাজার কর্মী। যা আশা করা হয়েছিল সেই অনুযায়ী বিক্রি হয়নি। এমনিতেই করোনা আবহে কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি। অতিরিক্ত করের বোঝা এবং চড়া দামের জন্য ভারতীয় গ্ৰাহকদের কাছে টানতে পারেনি সংস্থাটি।
উল্লেখ্য, গত বছর হার্লে ডেভিডসনের উপর শুল্ক নিয়ে রীতিমত ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগে একশো শতাংশ শুল্ক নেওয়া হতো, এখন ৫০ শতাংশ নেওয়া হয়। কিন্তু তাতেও খুশি নন ট্রাম্প। এর ফলে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে। কারণ ট্রাম্প নিজে কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হার্লে ডেভিডসনের উপর অন্যায্য শুল্ক প্রত্যাহারেরকরার জন্য। হরিয়ানার বাওয়ালে সংস্থাটির একমাত্র কারখানা বন্ধ করে দেওয়া হবে।