Saturday, December 7, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জিএসটি সংক্রান্ত আইন লঙ্ঘন মোদী সরকারের! প্রকাশ্যে ক্যাগের বিস্ফোরক রিপোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট পেশ করল ‘দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া’ বা ক্যাগ। রিপোর্টে দাবি করা হয়েছে, জিএসটি-র ক্ষতিপূরণকে কেন্দ্র করে নিজেই নিজের নিয়ম ভেঙেছে ভারত সরকার!

২০১৭-১৮ ও ২০১৮-১৯ দুই অর্থবর্ষের ঘটনা থেকে পরিষ্কার কেন্দ্র আইন লঙ্ঘন করেছে। ৪৭ হাজার ২৭২ কোটি টাকা জিএসটি কমপেনসেশন সেস ফান্ডে পাঠায়নি কেন্দ্র। সিএফআইতে এই টাকা ফেরত দেয় সরকার। ক্যাগের দাবি, ওই টাকা সিএফআইতে দেওয়ার পর সরকার তা অন্য খাতে খরচ করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!