দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষক আন্দোলনকে ঘিরে নতুন ভারতের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। দিল্লির সিঙ্ঘু সীমান্তে চলমান কৃষকদের বিক্ষোভ স্থান থেকে সাহস জাগানিয়া কিছু ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। তারই মধ্যে একটি ছবিতে দেখা গেল, নামাজ আদায় করছেন মুসলমানরা, আর তাদেরই পাহারা দিচ্ছেন শিখ ভাইয়েরা! ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।