দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২৩-এ মার্চ মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শপথ গ্রহণে লকডাউন ভেঙে কোলাকুলি, ২৫-এ মার্চ লকডাউন ভাঙলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কর্ণাটকের এক বিজেপি বিধায়ক নিজের জন্মদিন পালন করে অনেক লোক নিমন্ত্রণ করেন। উত্তরপ্রদেশে বারাবানকি জেলায় লকডাউন ভেঙে ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিলেন বিজেপি নেতা সুধীর সিং। ফের এমনই এক ঘটনা সামনে এসেছে। যেখানে মুসলিমদের পবিত্র রমজান মাসেও সব মসজিদ বন্ধ, সেখানে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউন চলাকালীন মন্দির খুলিয়ে তাতে পুজো দিলেন সেই বিজেপির মন্ত্রী।
এর থেকেও অবাক করা ঘটনা হল আজ এই বিষয় নিয়ে মিডিয়ায় কোনো তর্ক বিতর্ক নেই, প্রশাসন নিরব, প্রশাসন তখনই জেগে ওঠে যখন তবলীগ জামাত ভিড় করে। ঘটনাটি ঘটেছে হরিয়ানাতে। অভিযোগ উঠেছে কর্ণাটকের মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী কমলেশ দান্দার-এর বিরুদ্ধে। ওই মন্ত্রী স্থানীয় শিব মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে আরও অনেককে নিয়ে মন্দিরের ভিতরে পুজো দিচ্ছেন ওই মন্ত্রী। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মন্ত্রী যদি এভাবে লকডাউন ভাঙেন, তাহলে সাধারণ মানুষ আরও উৎসাহিত হবে।