Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛আজ এয়ারপোর্ট বিক্রি করছি, কাল স্কুল-হাসপাতাল বিক্রি করব, আপনারা আত্মনির্ভরশীল হোন’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একের পর একে যুগান্তকারী (!) সিদ্ধান্ত নিয়ে দেশকে তছনছ করে চলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ৬টি এয়ারপোর্ট নিলামে বিক্রি করে দেবেন। মোদী সরকারের ৬ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত সবকিছু বিক্রি হয়ে যায়নি।

রেলওয়ে স্টেশন, বিদ্যালয়, হাসপাতাল, নভরত্ন কোম্পানি, শিক্ষা, মেডিকেল, পরিবহন ব্যাবস্থা, আরও অনেক কিছু। এ দেশ অনেক। বড়, এত বড় দেশকে কিভাবে একদিনে বিক্রি করে দেবে। সেটা ক্রয় করার মত খরিদ্দারেরও তো প্রয়োজন।

কিছু মানুষ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে, আপনি কেন দেশকে বিক্রি করতে চাইছেন..? আপনিই তো বলেছিলেন ‛এই দেশ আমি বিক্রি করতে দেবো না’। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‛আমি তো আর এটা বলিনি যে, একচোটে বিক্রি করে দেব? একটু একটু করে বিক্রি করব।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

1 Comment

  • সমাচারে যেভাবে পড়া গেল, সত্যিই যদি এরকম সমস্ত কিছু বিক্রি হতে থাকে’তবে আত্মনির্ভর কি করে হওয়া সম্ভব’-যদি কেউ এই রকমের পরামর্শ দেয় সে সাধারন লোক হোক বা প্রধানমন্ত্রী সে নিতান্ত মূর্খ অপদার্থ ছাড়া আর কিছুই নয়। তিনি নিশ্চয়ই পাগল রাজা মহম্মদ বিন তুঘলক এর সমকক্ষ।

Leave a Reply

error: Content is protected !!