Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হরিয়ানার মুখ্যমন্ত্রীর কনভয় আটকে প্রতিবাদ, ১৩ কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এ যেন মগের মুল্লুক! হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কনভয় আটকে ছিলেন যে সব বিক্ষুব্ধ কৃষকরা, তাঁদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগে মামলা দায়ের করল হরিয়ানা পুলিশ। বুধবার অম্বালায় পুর নির্বাচনের প্রচারে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর কনভয় আটকে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর গাড়ির উপরেই লাঠি মারতে শুরু করেন বলে অভিযোগ।

ওই ১৩ কৃষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গায় উস্কানি), ১৪৯ (দাঙ্গায় উস্কানি এবং ধারালো অস্ত্র নিয়ে সমাবেশ) এবং ৩০৭ (হত্যার চেষ্টা)-সহ বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। হরিয়ানা পুলিশের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী শৈলজা বলেন, ‘‘কৃষকদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনে হরিয়ানা সরকার ধৈর্যের সব সীমা অতিক্রম করে গেল। কৃষকদের কণ্ঠস্বর ক্রমেই চেপে দেওয়া হচ্ছে। অবিলম্বে সরকারের উচিত এই ধারা তুলে নেওয়া।’’

Leave a Reply

error: Content is protected !!