দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হরিয়ানার ফরিদাবাদে এক হিন্দু যুবককে গুলি করে হত্যা করেছে স্বঘোষিত গো-রক্ষকরা। পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রের নাম আরিয়ান মিশ্র। সে দ্বাদশ শ্রেণীর ছাত্র। গরু পাচারকারী সন্দেহ করে তাঁর গাড়ি ধাওয়া করে গো-রক্ষকেরা গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন ডাক্তার।
ঘটনাটি ঘটে সোমবার রাতে আগ্রা-দিল্লি জাতীয় সড়কে। পুলিশ জানায়, তথাকথিক গো-রক্ষকরা ফরিদাবাদের এক জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি করছিল। তাদের কাছে খবর ছিল, বিশেষ ব্র্যান্ডের দুটি গাড়িতে করে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছে। আরিয়ানদের গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় গো-রক্ষকরা সেটি দাঁড় করাতে বলে। কিন্তু চালক কথা শোনেনি। আগ্রা-দিল্লি জাতীয় সড়কে হরিয়ানার গোধপুরিতে গাড়ি দাঁড় করান চালক। তার আগে পিছন থেকে ছোড়া গুলি লাগে আরিয়ানের গলায়। পুলিশ এখনও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি।