Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

হাথরসের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক! মন্তব্য করে সুবিচারের আশ্বাস দিল সুপ্রিমকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ আখ্যা দিয়ে সুবিচারের আশ্বাস দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

সুপ্রিমকোর্টের কোনও অবসরপ্রাপ্ত অথবা কর্মরত বিচারপতির নজরদারিতে সুপ্রিমকোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি মামলাকারীর উদ্দেশে বলেন, ‘‘আপনি কি বিচার বা তদন্ত অন্যন্ত সরিয়ে নেওয়ার আর্জি জানাচ্ছেন? ঘটনা অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক বলেই আমরা মামলা শুনছি।’’

১০০ জন মহিলা আইনজীবীর পক্ষ থেকে মামলায় সওয়াল করেন আইনজীবী কীর্তি সিংহ। সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্তের পক্ষে সওয়াল করেন তিনি। নিরপেক্ষ ও বাধাহীন তদন্তের আশ্বাস দিয়ে বিচারপতি বোবদে বলেন, “হাথরসের সাক্ষীদের কী ভাবে নিরাপত্তা দেওয়া হবে, তা হলফনামা দিয়ে জানাতে হবে উত্তরপ্রদেশ সরকারকে। নির্যাতিতার পরিবার কোনও আইনজীবী নিযুক্ত করেছেন কি না, তা-ও হলফনামায় উল্লেখ করতে হবে।’’

এ দিন সুপ্রিমকোর্টের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘‘এলাহাবাদ হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিমকোর্টে মামলা কেন?” জবাবে মামলাকারীর পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, মামলার তদন্ত করছে সিবিআই। তাঁরা চান, উত্তরপ্রদেশ সরকারের এক্তিয়ার বহির্ভূত কোনও জায়গায় মামলা সরানো হোক।

হাথরসের নির্যাতিতার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে। আরএসএস-এর এক প্রচারকের শাসানি ধরা পড়েছে ক্যামেরাতেও। সেই সব নজির তুলে ধরে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি তুলে সওয়াল করেন ইন্দিরা জয়সিংহ। তাঁর দাবি, মামলায় তফসিলি জাতি ও জনজাতি আইন প্রয়োগ করা হোক।

 

Leave a Reply

error: Content is protected !!