Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউনে অসহায় পরিবার, যোগীরাজ্যে অন্ন জোগাড় করতে গিয়ে পুলিশের মারে প্রাণ হারাল কিশোর!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: চলছে লকডাউন। এই পরিস্থিতিতে খাবার জোগাড় করার উপায় খুঁজে বেরাচ্ছেন অনেকেই। এই আবহে অনেকেই ‘আইন’ ভাঙতেও বাধ্য হচ্ছেন। তবে এবার উত্তরপ্রদেশে পেট ভরাতে গিয়ে প্রাণ হারাতে হল ১৭ বছর বয়সী এক কিশোরকে। কার্ফু ভেঙে সবজি বিক্রি করতে গিয়ে পুলিশের মারে প্রাণ হারিয়েছে উন্নাওয়ের ১৭ বছর বয়সী কিশোর ফয়সাল।

অভিযোগ, উত্তরপ্রদেশের উন্নাওতে পুলিশের মারে প্রাণ হারিয়েছে পেশায় সবজি বিক্রেতা এক কিশোরের৷ ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়৷ বরখাস্ত করা হয় এক হোমগার্ডকেও৷ পরে চাপের মুখে অভিযুক্তদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনা জানাজানি হতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷

ঘটনার কথা জানাজানি হতেই সাধারণ মানুষের মধ্যে জন্ম নেয় ক্ষোভ। পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরা দোষী পুলিশ কর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ পাশাপাশি, মৃত কিশোরের পরিবারের একজনের জন্য সরকারি চাকরি এবং পরিবারটিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি উঠেছে৷

Leave a Reply

error: Content is protected !!