Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

হিমাচল প্রদেশে ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কার করলেন স্পিকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হিমাচল প্রদেশে ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কার করলেন বিধানসভার স্পিকার কুলদীপ সিংহ পাঠানিয়া। স্পিকারের কক্ষে গিয়ে স্লোগান দেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত বিধায়কদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা জয়রাম ঠাকুরও। জয়রাম ছাড়াও বহিষ্কৃত বিজেপি বিধায়কদের মধ্যে রয়েছেন বিপিন সিংহ পরমার, রণধীর শর্মা, লোকেন্দ্র কুমার, বিনোদ কুমার, হংস রাজ, জনক রাজ, বলবীর বর্মা, ত্রিলোক জামওয়াল, সুরেন্দ্র শোরি, দীপ রাজ, পুরান ঠাকুর, দিলীপ ঠাকুর এবং ইন্দর সিংহ গান্ধী।

রাজ্যসভার ভোটের ফলের পরেই বিজেপি দাবি তোলে লোকসভা ভোটের আগেই সে রাজ্যে কংগ্রেস সরকারের পতন ঘটবে। তাই বুধবার সকালে বিধানসভায় অনাস্থাভোটের দাবি জানান বিজেপি বিধায়কেরা। অভিযোগ, সেই সময় স্পিকারের ঘরে গিয়ে হট্টগোল করেন তাঁরা। এর পরেই বিজেপির ১৫ জন বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার।

Leave a Reply

error: Content is protected !!