Saturday, April 20, 2024
দেশফিচার নিউজ

স্কুলের পাঠ্য বই থেকে মুছে ফেলা হচ্ছে টিপু সুলতানের ইতিহাস! পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কর্নাটকের স্কুলপাঠ্য থেকে মুছে যেতে চলেছে ‘মহীশূরের বাঘ’ বলে পরিচিত টিপু সুলতানের ইতিহাস। যেপথে হাঁটছেন কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তাতে কিছুদিনের মধ্যেই স্কুলপাঠ্য থেকে মুছে যাবেন আঠেরো শতকের শাসক টিপু সুলতান। একই সঙ্গে শোনা যাচ্ছে, এ বছর ১০ নভেম্বর টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন থেকেও বিরত থাকবে কর্নাটক সরকার।

ইয়েদুরাপ্পা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, জন্মজয়ন্তী পালন বন্ধের পাশাপাশি স্কুলের ইতিহাস বই থেকেই সরিয়ে ফেলা হবে টিপু সুলতানকে। জানা গেছে, কোডাগুর বিজেপি বিধায়কের পরামর্শেই নাকি এই পদক্ষেপ নিতে চলেছেন তিনি। টিপু সুলতানের কথা পাঠ্য থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস।

টিপু সুলতান কোডাগু সহ সমগ্র কর্ণাটকের গর্ব হিসেবে বরাবর পূজিত হয়ে আসছেন। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় এই ঐতিহাসিক ব্যক্তিত্বকে শৌর্য ও সাহসের অন্যতম প্রতীক হিসেবে আখ্যা দিলেও বিজেপি টিপুকে অত্যাচারী, ক্ষমতালোভী শাসক হিসেবে দেখে। প্রয়াত নাট্যকার গিরীশ কারনাড তাঁর “দ্য ড্রিমস অফ টিপু সুলতান” নাটকে তাঁর প্রতি সম্মান জানানোয় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!