দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন দেশজুড়ে খুন,ধর্ষণ বেড়েই চলেছে। বেড়ে চলেছে বীভৎস ঘটনাও। তেমনি ফের এক বীভৎস কাণ্ড ঘটল মধ্যপ্রদেশে। বোনের স্বামীর মাথা কেটে হাতে ঝুলিয়ে থানায় নিয়ে গেল দাদা। ঘটনার কথা শুনে স্বামী শোকে গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় অভিযুক্তের বোন।
প্রাথমিক তদন্তে মধ্যপ্রদেশের জব্বলপুরের এই ঘটনার পিছনে অনার কিলিংয়ের ছায়া মিলেছে। পুলিশ পুরোপুরি ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।