নায়েমা আনসারি : আমি দৈনিক সমাচারের নিয়মিত পাঠিকা। প্রতি মূহুর্তে ঘটে যাওয়া তথ্য বহুল খবর পরিবেশনের জন্য দৈনিক সমাচারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ১৭ ফেব্রুয়ারী ২০২০ দৈনিক সমাচারে একটি খবর পড়লাম তসলিমা নাসরিন গায়ক এ আর রহমানের মেয়ে খতিজার উদ্দেশ্যে বলেছেন ‛একুশ শতকেও বোরখা কেন’? খতিজা বোরখা পরিধান করছেন আর তসলিমার দম বন্ধ হয়ে আসছে। বোন খতিজা তাঁর দম বন্ধের কড়া জবাব দিয়ে বলেছেন, ‛তাহলে আপনি খোলা আকাশে শ্বাস নিন।’
তাঁর এই জবাবে সহমত পোষণ করে তসলিমা নাসরিনকে বলছি, সভ্যতার উন্নতির সাথে গাছের ছাল বা পাতার পরিবর্তে পোশাকের ব্যবহার শুরু হয়েছে। কিন্তু একুশ শতকে যে মেয়েগুলো লজ্জা শরমের মাথা খেয়ে অর্ধ নগ্ন বা নগ্ন পোশাক পরিধান করে প্রতি মূহুর্তে যুব সমাজের চরিত্র ধ্বংস করে চলেছে, তাঁদের প্রশ্ন করুন না একুশ শতকেও তোমরা উলঙ্গ কেন? যে বোরখা নারীর সম্মান রক্ষা করে তাকে নিরাপত্তা দান করে, তরুণ সমাজের চরিত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সাহায্য করে সেই বোরখার উপর হামলা করতে আপনার লজ্জা করে না?
বয়স হয়েছে এখন স্বভাবটা একটু বদলান। আর কত উদ্ভট, ফালতু কথা বলবেন! আপনি বোরখা নিয়ে কটাক্ষ করলেই কি দেহ থেকে বোরখা খুলে ফেলে দেবে খতিজারা?
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps