Latest Newsফিচার নিউজরাজ্য

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি এসআইও’র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে রাজ্যের ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার মত বিশেষ পদক্ষেপ নেওয়ার পরও প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকানো যায়নি।

স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, ‛মাধ্যমিক একজন পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নপত্র বছরের পর বছর ফাঁস হয়ে যাওয়ার ঘটনা মাধ্যমিক শিক্ষা পর্ষদের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তোলে।’

তিনি আরও বলেন যে, প্রশ্নপত্র ফাঁস হওয়া কোনও সাধারণ বিষয় নয়, বরং ১০ লক্ষ পরীক্ষার্থীকে আশাহত করা। ওসমান গনি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করে জানান, ‛পর্ষদের এই ঘটনায় জড়িত সকলকেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’ বাকি পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!