দৈনিক সমাচার, প্রযুক্তি ডেস্ক : অনেক সময় হোয়াটসঅ্যাপে এমন কিছু গুরুত্বপূর্ণ অডিও মেসেজ আসে, যা জনসমক্ষে প্লে করা সম্ভব হয়ে ওঠেনা। ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে আমরা সেই অডিও মেসেজ পরে শুনব বলে এড়িয়ে যায়। ফলে জরুরি বার্তা দেরিতে শোনার কারণে অনেক সময় আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
যদিও হেডফোন থাকলে তেমন সমস্যা হয় না। কিন্তু সেই বিশেষ মুহূর্তে কোনও হেডফোন না থাকলে কি করবেন? এই বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্যই হোয়াটসঅ্যাপে একটি ফিচার রয়েছে।
সেই ফিচার অনুযায়ী মেসেজ প্লে করেই ফোনের ইয়ারপিস কানের পাশে ধরুন। এর ফলে স্পিকারে অডিও মেসেজ প্লে না হয়ে ফোনের ইয়ারপিসে মেসেজ প্লে হবে। কানে ফোন ধরে ফোন করার সময় ইয়ারপিসে আওয়াজ যেমন কেউ শুনতে পান না ঠিক তেমনই হোয়াটসঅ্যাপ মেসেজের আওয়াজ আপনি ছাড়া আর কেউ শুনতে পাবেন না।