Sunday, April 21, 2024
বিনোদন

মুক্তি পেল হৃত্বিক-টাইগারের ‛ওয়ার’ সিনেমার ট্রেলার, কাঁপছে নেট দুনিয়া

ছবি : ট্যুইটার

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : মুক্তি পেল হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের নতুন ছবি ‘ওয়ার’ ছবির ট্রেলার। শুটিং শুরুর সময় থেকেই আলোচনায় ছিলো ছবিটি। নানা কারণেই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। তাই ট্রেলারেই বাজিমাত করেছেন হৃত্বিক-টাইগার।

ট্রেলারের শুরুতেই হৃত্বিক রোশনের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পরিচয় পর্ব চলতে চলতেই পর্দায় হাজির হন হৃত্বিক রোশন। টিজারে টাইগার শ্রফকেও দেখা যাচ্ছে একজন কমান্ডোর ভূমিকায়।

মাত্র ২ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে ঝড় তুলেছেন দুই নায়ক। আর টিজারটি প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছে এটি। অনেকেই প্রশংসা করে শেয়ার করছেন টিজার।

এদিকে জুলাই মাসেই যশ রাজ ফিল্মস প্রকাশ করেছিলো ছবির প্রথম টিজার। টান টান উত্তেজনার প্রতিটি অ্যাকশন সিক্যুয়েন্স শুটিং করা হয়েছে দারুণ লোকেশনে। ১২ আগস্ট প্রকাশিত হয়েছিল ছবির নতুন একটি পোস্টারও।

ছবিতে হৃত্বিক ও টাইগার ছাড়ও রয়েছেন মোহময়ী বাণী কাপুর। হিন্দি ছাড়়াও তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘ওয়ার’ ছবিটি।

Leave a Reply

error: Content is protected !!