দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার রিয়া সহ ৬ জনের জামিনের আবেদন খারিজ করল সেশন কোর্ট। গতকাল বিশেষ এডিপিএস আদালতে শুনানি হয়েছিল রিয়া সহ বাকি ছয়জনের জামিনের আর্জির।
গতকাল শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল আদালত। আজ দুপুর বারোটার সময় সেশন কোর্ট জানিয়ে দিল রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, আবদুল বাসিত, জায়েদ ভিলাট্রা, দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার জামিনের আর্জি খারিজ করা হল।
Tags:Rhea Chakroborty