নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর: রবিবারই হরিয়ানা পুলিশ সতর্ক করে বলেছিল, সোমবার কৃষকরা কয়েকটি হাইওয়ে অবরোধ করতে পারেন। তাই যানজটের জন্য প্রস্তুত থাকুন। এদিন সকালে দেখা গেল, দিল্লি সীমান্তে গুরগাঁও ও নয়ডাতে ব্যাপক যানজট দেখা দিয়েছে।
সোমবার ভোর থেকেই হরিয়ানা ও পাঞ্জাবে কয়েকটি হাইওয়ে অবরোধ করা হয়েছে। কিন্তু কৃষক নেতা রাকেশ টিকায়েত দাবি করেন, তাঁরা কোনও রাস্তাই বন্ধ করেননি। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও জরুরি পরিষেবা প্রদানকারী সকলকেই যাতায়াত করতে দেওয়া হচ্ছে।