Tuesday, September 17, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অসমে মন্দির গড়তে মারা হচ্ছে মুসলিমদের! এদিকে হিন্দুদের মন্দির বাঁচাতে আদালতে দিল্লির মুসলিমরা

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: মন্দির বাঁচাতে আদালতে দিল্লির মুসলিমরা। সম্প্রতি অসমের দরং জেলায় শিবমন্দির নির্মাণের জন্য মুসলিমদের উচ্ছেদ অভিযানকে ঘিরে ব্যাপক গণ্ডগোল দেখা দিয়েছিল। এমনকি প্রতিবাদ জানাতে গিয়ে অসম পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল দু’জন মুসলিম ব্যক্তির। এসবের মাঝেই সম্প্রীতির অনন্য নজির গড়লেন দিল্লির মুসলিমরা।

জানা গিয়েছে দিল্লির জামিয়া নগরের নূর নগর এলাকায় একটি মন্দিরকে অবৈধ ভাবে ভাঙা হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মামলাকারীরা মুসলিম। দিল্লি হাইকোর্টে মামলা দায়েরকারীরা দিল্লির জামিয়া নগর এলাকার ২০৬ নম্বর ওয়ার্ড কমিটির বাসিন্দা।

তাঁদের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে মন্দিরটি ভাঙার পরিকল্পনা করছে প্রোমোটাররা। যদিও এই কাজ বেআইনি। মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি ভাঙা হয় সম্প্রতি। এরপর মন্দির ভাঙার তোড়জোর শুরু হয়। সরানো হয় মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা আদালতের দ্বারস্থ হন।

এই মামলার প্রেক্ষিতে দিল্লি হাই কোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনও অবৈধ প্রক্রিয়ায় মন্দির চত্বর থেকে যাতে কোনও কিছু উচ্ছেদ না করা হয়। এদিকে এলাকায় শান্তি বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।

 

Leave a Reply

error: Content is protected !!