Friday, March 29, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

রোযা রেখে মানবসেবা! অসুস্থ বৃদ্ধাকে পিঠে নিয়ে চললেন স্বাস্থ্যকর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার বিরুদ্ধে গোটা বিশ্ব অভূতপূর্ব যুদ্ধ চালাচ্ছে। সেই যুদ্ধের সৈন্য এ দুনিয়ারই সব মানুষ। আপদে বিপদে দুঃস্থ দরিদ্রদের পাশে থাকাটা নৈতিক কর্তব্য। চলমান পবিত্র রমযানে যা আরও বেশি করে মেনে চলার চেষ্টা করছেন মুসলিমরা। মুসলিমদের নানান মানবিক কাজের প্রসংশা হচ্ছে সর্বত্র। এবার সেরকমই এক ছবি দেখা গেল মালশিয়ায়।

শনিবার নিজস্ব ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করলেন মালশিয়ার ডিরেক্টর জেনারেল অফ হেলথ নুর হিসাম আবদুল্লাহ। সেখানে দেখা যাচ্ছে, এক স্বাস্থ্যকর্মী পিঠে করে এক বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন। আর তাঁদের সঙ্গে আরও এক স্বাস্থ্য কর্মী রয়েছেন, যিনি ওই বৃদ্ধার ওয়াকারটি নিয়ে হাঁটছেন পাশে পাশে। দুই স্বাস্থ্য কর্মীই পিপিই পরে রয়েছেন।
যে স্বাস্থ্য কর্মী বৃদ্ধাকে পিঠে করে করোনা পরিক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তিনি রোযা রেখেছেন। তবে মুসলিম হওয়ার কর্তব্য ভুলে যাননি।

এক চিনা বৃদ্ধাকে করোনা পরিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার দরকার পড়ে। অথচ কোনও যানবহন না থাকায় শেষ পর্যন্ত সেই মুসলিম স্বাস্থ্যকর্মীই বৃদ্ধাকে নিজের পিঠে তুলে নেন। মালয়েশিয়ার ডিরেক্টর জেনারেল অফ হেলথ নুর হিসাম আবদুল্লাহ তাঁর পোস্টে লেখেন, ‛রমযানে রোযা রেখে মানুষের সেবা করাটাই প্রশংসা করার মতোই। সত্যিই তোমরা আমাদের হিরো। খুব গর্বিত বোধ করছি। ধন্যবাদ।’ আর এমন একটা ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত পোস্টটি ৪১ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে কমেন্টে পড়েছে প্রায় দুই হাজার আর সমানে চলছে শেয়ার।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!