দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘আমিও কৃষক পরিবারের সন্তান, চাষবাসটা রাহুলের চেয়ে ঢের ভাল বুঝি’, কংগ্রেস নেতাকে খোঁচা দিলেন বিজেপি নেতা রাজনাথ সিং।
রাজনাথ বলেন, ‘‘রাহুলজি আমার থেকে অনেক ছোট। আর এমনিতেও আমি চাষবাসের বিষয়ে ওঁর থেকে অনেক বেশি জানি। কেননা আমার বাবা ও মা দু’জনেই কৃষক ছিলেন। এক কৃষক মায়ের গর্ভে আমার জন্ম। আমাদের প্রধানমন্ত্রীও এক গরিব মায়ের গর্ভে জন্মেছিলেন। ব্যাস, এটুকুই বলতে চাই। আর কিছু বলার দরকার নেই।’’
পাশাপাশি প্রতিবাদী কৃষকদের ‘নকশাল’ কিংবা ‘খালিস্তানি’ বলারও তীব্র প্রতিবাদ করেন রাজনাথ। তাঁর কথায়, ‘‘কোনও কৃষকের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ আনা উচিত নয়। ওঁরা আমাদের অন্নদাতা।’’