Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হঠাৎই আদিবাসী গ্ৰামে মুখ‍্যমন্ত্রী, শুনলেন অভাব-অভিযোগ, রান্না করলেন আলু- বরবটির তরকারি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বীরভূম থেকে ফেরার পথে হঠাৎই আদিবাসী গ্রামে যান মুখ্যমন্ত্রী। কথা বললেন আদিবাসী মহিলাদের সঙ্গে। স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে রান্নাতেও হাত লাগান তিনি।

শান্তিনিকেতনের আদিবাসী গ্রামে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি চায়ের দোকানে দাঁড়ান তিনি। প্রশ্ন করেন কী রান্না হচ্ছে? তারপর নিজেই আলু-বরবটির তরকারিতে হাত লাগান।

বীরভূমের বল্লভপুর গ্রামে মুখ্যমন্ত্রী। তিনি আদিবাসী গ্রামের পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা? কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা? জানতে চান গ্রামবাসীদের সঙ্গে। কলকাতা ফেরার পথে এই হঠাৎ গ্রাম সফরে বল্লভপুর গ্রামে হইচই শুরু হয়েছে। এভাবে একজন মুখ্যমন্ত্রী চলে আসবেন, কোনওভাবেই প্রস্তুত ছিল না সেই গ্রাম। তাই তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা।

Leave a Reply

error: Content is protected !!