দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিয়াল লাইফের নায়ক ডাঃ কাফিল খানের কাছে ক্ষমা চাইলেন রিল লাইফের ভিলেন পরেশ রাওয়াল। প্রায় দু’বছর আগে, গোরক্ষপুরের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছিল ৬০-এর অধিক শিশুর। সেসময় হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত ডাঃ কাফিল খান নিজের উদ্যোগে কয়েকটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে কিছু বাচ্চার প্রাণ বাঁচান।
এই বিপর্যয়ে কাফিল খানের ভূমিকার প্রশংসায় যখন ঝড় উঠেছিল তখন ট্যুইট করে ব্যঙ্গ করেছিলেন পরেশ রাওয়াল। সেসময় তিনি লিখেছিলেন, ‛উনি নায়ক হতে পারেন, তবে সেটা কেবল চির-সক্রিয় ঘুণপোকাদের বংশের চোখে।’
এইবার সেই পরেশ রাওয়ালই ফের ট্যুইট করে ক্ষমা চাইলেন কাফিলের কাছে। ট্যুইটারে কাফিল খানকে ট্যাগ করে পরেশ রাওয়াল লেখেন, “যখন কেউ ভুল করে তখন ক্ষমা চেয়ে নেওয়ার মধ্যে কোনও লজ্জা থাকে না… আমি ক্ষমাপ্রার্থী ডাক্তার কাফিল খানের কাছে।’
There is no shame in apologising when one is wrong … I apologise to @drkafeelkhan
— Paresh Rawal (@SirPareshRawal) October 2, 2019
উল্লেখ্য, গোরক্ষপুর বিআরডি হাসপাতালে অক্সিজেন কাণ্ডে শিশুমৃত্যুর ঘটনার অভিযোগ এনেছিল উত্তরপ্রদেশের যোগী সরকার। সম্প্রতি সেই সমস্ত অভিযোগ থেকে কাফিল খানকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। এরপরই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, কাফিল খানের চরম অপমানের এবং বীভৎস যন্ত্রণার এই দু-দুটো বছরের ক্ষতি কী ভাবে পূরণ হবে?