Saturday, July 27, 2024
আন্তর্জাতিকফিচার নিউজ

ভারত-পাক যুদ্ধ বাধলে মরবে ১০ কোটি মানুষ, বলছে সমীক্ষা

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে পরিণাম কী হতে পারে? মার্কিন সমীক্ষকরা খতিয়ে দেখেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাধলে মারা যাবেন ১০ কোটি মানুষ। তারপরে খাদ্যাভাব দেখা দেবে সারা বিশ্বে। বহু লোক অনাহারে মারা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ব্রান্সউইক ও রাটগার্স বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে একথা জানিয়েছে।

দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ সমীক্ষা ও গবেষণায় দাবি করা হয়েছে, ২০২৫ সাল নাগাদ দু’দেশের মধ্যে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে। যার জন্য দায়ী হবে দু’দেশের রাজনৈতিক পরিস্থিতিই। আর সেই যুদ্ধের মূলে থাকবে কাশ্মীর। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রায়ান টুন বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে কেবল কোটি কোটি মানুষই মারা যাবেন না, সারা বিশ্বে দেখা যাবে শৈত্যপ্রবাহ।

Leave a Reply

error: Content is protected !!