Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

চুরি করেছেন ‛আরআরআর’ ও ‘বাহুবলী’র লেখক কে ভি বিজয়প্রসাদ

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক: দক্ষিণী চিত্রনাট্যকার কে ভি বিজয়প্রসাদের গল্পের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কারণ তাঁর গল্পনির্ভর সিনেমা মানেই নাকি বক্স অফিসে সাফল্য। তাঁর কাহিনিনির্ভর বেশ কিছু ছবিতে বক্স অফিসের সাফল্য প্রত্যাশার বেড়া টপকে একরকম এভারেস্টেই চড়েছে। ‘বাহুবলী’ ফিল্ম সিরিজ় কিংবা দক্ষিণী ছবি ‘আরআরআর’ তার জ্বলজ্বলে উদাহরণ।

তামিল ছবি ‘মগধীরা’, ‘আরআরআর’, ‘বাহুবলী’, ‘থালাইভি’র সঙ্গে বলিউডের ‘বজরঙ্গী ভাইজান’, ‘রাউডি রাঠেৌর’, ‘মনিকর্ণিকা’র মতো ছবিকেও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে বিজয়প্রসাদের গল্প। কিন্তু স্বয়ং লেখক জানাচ্ছেন, গল্প নাকি তিনি লেখেনই না!

দক্ষিণের এই চিত্রনাট্যকার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি গল্প চুরি করেন! তাঁর অধিকাংশ গল্পই নাকি চুরি করা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এমন সফল কাহিনি লেখার গোপন কথা। জবাবে বিজয়প্রসাদ বলেছেন, ‘‘গল্প লিখে সময় নষ্ট করতে যাব কেন? আমি দরকার হলেই সিনেমার গল্প চুরি করে নিই। এটাই আমার সাফল্যের গোপন কথা।’’

Leave a Reply

error: Content is protected !!