দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করেছিলাম, বিজেপিতে এসে সেই পাপমুক্ত হয়েছি, দত্তপুকুরে আমডাঙ্গার প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এমনটাই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি আরও বলেন, ‘দল বলেছিল ভোট লুঠ করতে, তখন করেছিলাম।’ তৃণমূল থেকে বিজেপিতে এসে বহু নেতা ক্ষমা চেয়েছেন, দাবি করেন এই সাংসদ।
এদিন স্থানীয় তৃণমূল প্রার্থী রফিকুর রহমানকে তীব্র আক্রমণ করেন অর্জুন সিং। একই সঙ্গে তাঁর নিশানায় ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকও। তিনি বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই হারবেন। কেউ বাঁচাতে পারবে না।’ প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, ‘তৃণমূল ২২১টি আসন পাবে রাজ্যে।’ এই বক্তব্যের পালটা সরব হন অর্জুন।