দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক বার সুযোগ দিন। আমরা বাংলাকে গুজরাত বানাবো। যাতে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাতে না যেতে হয়।’ সোমবার সকালে বারাসতে ‘চায়ে পে চর্চা’-য় এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি বাংলায় কোনো উন্নয়ন মূলক কাজ নেই।
তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে রাজ্যে কোনও পরিবর্তন হয়নি। কেন্দ্র কৃষকের জন্য প্রকল্প নিয়েছে । সারা দেশের কৃষক সেই প্রকল্পের সুযোগ পাচ্ছে। বঞ্চিত হচ্ছেন রাজ্যের কৃষকরা।
তাঁর অভিযোগ, বাংলা জুড়ে দাঙ্গার রাজনীতি করছে তৃণমূল। তাঁর অভিযোগ, তৃণমূলের রাজত্বে বাদুড়িয়া বসিরহাট, মালদহ, আসানসোল সর্বত্র দাঙ্গা হয়েছে৷ তাই তিনি বাংলাকে গুজরাত করার কথা বলেন।
উল্লেখ্য, রিপোর্ট বলছে গুজরাত উন্নয়ন মূলক কাজের দিক দিয়ে বাংলার চেয়ে অনেকটাই পিছিয়ে। একধিকবার চিকিৎসা ব্যবস্থারও বেহাল দশা সামনে এসেছে গুজরাতের। এমনকি নরেন্দ্র মোদী ২০০২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরা দাঙ্গা হয়। তবে শুধু মাত্র গুজরাত নয় বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোরই বেহাল দশা সামনে এসেছে।