Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি নেত্রীর দুর্নীতি ফাঁসের পরেই গাড়ি চাপায় নিহত অসমের সাংবাদিক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
আসামে এক সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ‍্য। অনেকের দাবি, সাংবাদিক পরাগ ভুঁইয়াকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই খুনের পেছনে বিজেপি নেতারা জড়িত থাকার অভিযােগ তুলেছে বিভি সংবাদমাধ্যম। পরাগ ভুঁইয়া রাজ্যের প্রতিদিন টাইমস নামের একটি টিভি চ্যানেলের সাংবাদিক। তাঁর বাড়ি তিনসুকিয়া জেলার ককাপঘারে।

বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ ওষুধ কিনতে বাড়ি থেকে বের হতেই দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনার সময় পরাগের সঙ্গে ছিলেন দেবকান্ত দাস নামের আরেক সাংবাদিক। দুর্ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে পরাগ ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তার শারীরিক অবস্থার অবনতি দেখে বুধবার রাতে ডিব্রুগড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে পরাগের মৃত্যু হয়।

প্রথমে মনে করা হয়েছিল এটি একটি দুর্ঘটনা। কিন্তু দিন গড়াতে স্থানীয়রা বলেন , এটি দুর্ঘটনা নয় , গরিকল্পিত খুন। এর পেছনে স্থানীয় বিজেপি নেত্রী দীপাঞ্জলী কাকতি জড়িত থাকার অভিযােগ উঠেছে। দীপাঞ্জলীর নেতৃত্বে তিনসুকিয়া জেলায় কয়লা খাদান লুট হচ্ছে। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রতিদিন টাইমসে তুলে ধরেছেন পরাগ।

বুধবার তাঁর দুর্ঘটনা ঘটার একঘন্টা আগে সাতটার প্রাইমটাইমে কয়লা লুটের মূল অপরাধী দীপঞ্জলী কাকতির নাম প্রকাশ করে পরাগ ভুঁইয়ার প্রতিবেদন প্রচার করে প্রতিদিন টাইমস। এর পরপরই পরাগ গাড়ি দুর্ঘটনার শিকার হন। পরাগকে যেখানে ধাক্কা মেরেছে গাড়ি , সেখান থেকে মাত্র ৭০-৮০ মিটার দূরে ককপথার থানা । অথচ দুর্ঘটনার পর স্থানীয় মানুষের চিৎকার শুনেও পুলিশ ছুটে আসেনি। এমনকি গাড়িটিও আটকও করেনি। চাপে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চালক সহ গাড়িটি আটক করেছে তিনসুকিয়া পুলিশ। গাড়ির চালক জেমস মােড়ার কথাবার্তায় অসংলগ্নতা স্পষ্ট। সাংবাদিকের প্রশ্নের জবাবে সে বলেছে প্রচুর মদ খেয়েছিল , তাই দুখটনা ঘটেছে। কারাের নির্দেশে এই কাজ করেছে কিনা জিজ্ঞেস করলে চুপ থাকছে চালক।

সাংবাদিক মহলের একাংশের অভিযােগ , বিজেপি’র দুর্নীতির তথ্য ফাঁস করার কারণে অকালে প্রাণ হারাতে হয়েছে পরাগ ভূঁইয়াকে। তাঁরা বলছেন, মােদীর আমলে সাংবাদিকদের নিয়ে দুই নিয়ম চলছে। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যা মামলায় জেলে পুরে রাখা হয় , নতুবা খুন করা হচ্ছে। উত্তর প্রদেশের হাথরসের ঘটনা কভার করতে গিয়ে সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে মিথ্যা অভিযোগে জেলে আটকে রাখা হয়েছে। আবার সরকারের হয়ে তোতাপাখির মতাে বুলি আওড়ানাে সাংবাদিক দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন। পরাগ ভুঁইয়ার মতাে নির্ভিক ও সাহসি সাংবাদিকদের হত্যার পেছনে জড়িতদের শ্রীগ্রই গ্রেফতারের দাবিতে সােচ্চার হয়েছেন রাজ‍্যের সাংবাদিকরা।

 

Leave a Reply

error: Content is protected !!